এপারের আগুনে গরমে
তখন বালির ভাঁটা-লাল তাপ
ছিমছাম নদীর ফুসফুসে
যক্ষ্মার দলাবাঁধা রক্তের ভাঙ্গন
শেয়ালের ডাক ঘন ঘন শোনায়
প্রায় জন্মতক দেখে আসা তীরে
পাকুর বৃক্ষটি আধ-মরা তার শুকনো পাতায়
আর ছায়া নেই কোন পাড়ের ভিড়ে

একদিন হাঁটু ভেঙ্গে নদী পার
নতুন কচি ঘাসের মায়াময় নেবু গন্ধে  

এ গল্প মাসাইমারার
এ গল্প অনেক কাল পুরনো

নতুন পাড়ে দেখছি নতুন সূত্র
তৃণভূমিতে সেই স্বার্থপর দৈত্য করে বাস
বসন্ত তাই নিষিদ্ধ হয়ে গেছে
হাড়হিম শীতের কাঁপন যুগ ধরে কুড়নো

আর শরীর নেয় না এখন শাপ
এখন ছেলেবেলাকার সেই সাঁকোটি
এনে দাও কোন কমরেড  
যা ঝুলে ঝুলে করেছিলাম সমস্ত ক্লেদ সাফ
আমার মায়ের আঁচলের মুগ্ধ ঠিকানায়