অমৃতাক্ষরে বেচে দিতে পারো
বোধবুদ্ধিহীন বলদগুলো
বেচে দিতে পারো
গণসঙ্গীতে নির্বিকার মহীরুহ
এই সব ক্ষমতা তোমার আছে
আমরা জানি
তোমার ক্ষমতা আছে
জলের ভিতর মাছরাঙ্গা ঝাঁপ বেচার
মাঝরাতে ডেকে ওঠা পাখিটার চিত্কার
আর নীরব ভোরে জেগে ওঠা শিশুর কান্না
এ সব বেচে দেবার
দুগ্ধপোষ্য বাছুর বেচে দিতে পারো অনায়াস
কী না পারো তুমি
ঘরের ঝাঁটা চাল আটা
স্নানের বালতি থেকে পায়খানার বদনা
বিছানার চাদর স্ত্রী সন্তান
ফুল ফল পাতা কাঁটা
সব বেচে দিতে পারো দিব্যি
নিজেকে কি বেচতে পারো
নিজের কলজে বৃক্ক শুক্রাশয়
লোভ লালসা হিংসা রাগ ঘৃণা
যদি পারো তবেই না তুমি মহাশয়