চক্ষু মেলে রইলে উদ্ভট দেখি
দূর বা কাছের কাউকে চিনতেই পারি না
তার চেয়ে ভাল
রাত হয়েছে গভীর
চলো ঘুমিয়েই পড়ি
অংকের শিক্ষক বলতেন -
তিন ভাগ জলের মতোই আমাদের ঘুম
যা এক ভাগ ভাগশেষ থাকলো
নয়ন মেলে রাখ গাধা
চক্ষু বুজেও যে দেখি আজব দেশ
দাঁতমুখ খিঁচিয়ে কৃষ্ণকলি রাধা
তার চেয়ে শেষ পহোর টোকা মেরে ঘুমিয়ে নেয়া ভাল
নইলে -
আঁধার কাটা টাইগার হিল দেখাই হবে না