বসন্তের মিষ্টি চাঁদ যেভাবে মেঘ ঢেকে মাঝে মাঝে
ভাসতে পারে নিরুত্তাপ
আগ্রাসী বুকের শাড়ি টেনে উচ্ছ্বাসহীন
শাপলাই বলতে পারে এমনতর
বাড়ি যাও
বালিশের তিন টোকায় শাপলালতা জপে নিয়ে
শুয়ে পড়
দেখো ঘুম যদি আসে আরামের
তবে তুমি প্রেমিক
যদি রাত লম্বা হয় বিনিদ্র অস্থির
তবে তো তুমি কেবল পুরুষ
কিন্তু হতে যে চেয়েছিলাম আমি
শুধু আজন্ম প্রেমিক