তেমন তো কোন তিথি ছিল না তখন
লগ্ন ধরে যেন আসবে সময়ের চাঁদ
আধা জোছনায় ভাসবে ঘরের ছাদ
ফাল্গুনে আসবে উঠতি বসন্তের মরণ
সেকালে একটু খানি পাশে পাশে হেঁটে
বুকে জড়ানো বইগুলোর ভার কেটে
ভেবেছি নিজের মাথায় নেব চিরকাল
না বলে ছাতায় দেব রোদের আড়াল
কখন যেন পথ মেপে মেপে মনে হয়
এই পথ যেন না সত্যিই শেষ হয়
এভাবেই কি চিরকাল আসে প্রেম
একটু ভাললাগা কিছু উচাটন শিহরণে
কিছু কি ছাই নিজেই বু্ঝেছিলেম
- সেই অতিথি কি প্রেম ছিল !
ছেলেবেলার অতীত সেই শুভক্ষণে !