তুমি মামা মানো বা না মানো
একদা এক বন্ধু ছিল জানো
নিঝ্ঝুম ভয়ানক দুপুর রাতে
ফিরছে যখন কুকম্ম সেরে
শুয়োরে নাকি নিকেশ করে
পাঠিয়েছে তারে খরচার খাতে ।
তখন থেকেই বড় ভয়
খুব যে সুকম্ম করি এমনটা তো নয়
পয়সা এখনো প্রাণের চেয়ে প্রিয়
কিছু ধান্দা হলে আমায় বখরা দিও ।
দেখেছি আমারই এক ভগ্নিপতি
হিসেবে বসে ঘোর অন্ধকারে
পরস্ত্রী এলে পাল্টে যায় চোখের গতি
হাড়ির চালের কথা ভুলে চাল মারে ।
আমি যে মামা আজকাল বড্ড ভয় পাই
চারপাশের ছাগলে না ছাগল হয়ে যাই !