চেয়ে দ্যাখো কেমন আকাশ জুড়ে ছড়িয়ে আছে
মন খারাপের মেঘ ,
কুয়াশার দেয়ালে আটকে সাগর স্তম্ভিত হয়েছে
থেমেছে দৃষ্টির বেগ ,
তাতে কি এমন ক্ষতি কার !
মেঘলা বিকেলে নদীর ঘাটে চল
শিশুকাল সাথে নিস ঝোলায় ভরে আর
কলকল জলের কানে মনের কথা বল ;
কী বলি কিই বা আছে বলার ,
পরান-সখা ওপারে সুখে করছে ঘর
মাঝে মধ্যে ওপার সাঁতরে যাবার
ভারী বাতাস সইছে আর তর !
বোকা বোকা !
খোকা এখনও বড্ড বোকা রে ,
সাঁতার জানিস ?
যাবি ভাবছিস ?
ডুবে গেলে বাতাস পাবি
ফিরতে পারবি আর কখনো এপারে !