গল্প মনে পড়ছে এক :
খাদ্য-খাদকের অভ্যাসে
ইঁদুরটি চেয়েছিল বেড়াল হতে
সে বেড়াল হল ঈশ্বরের ইচ্ছায়
এবারে যে বড্ড বাঘের ভয়
তাই সে হল বাঘ
সেও ঈশ্বরের ইচ্ছায়
তার দাঁত হল সাহসী
নখ হল ভয়ঙ্কর
লেজ এত লম্বা হল যে
পাতাল ফুঁড়ে ভূমিকম্প
বা আকাশ চিরে বান আনা যায়
এবার যে বড় ভুল করেছে বাঘ
ঈশ্বরকেই ভেবে ফেলেছে সে খাদ্য
বাঘ আবার ভীতু ইঁদুর হল
ঈশ্বরেরই ইচ্ছায়
গল্পে বলে নীতিকথা :
প্রজাতন্ত্রে প্রজারাই নাকি ঈশ্বর