চারদিকে এখন পৌষের গন্ধ
পিঠেপুলির শব্দে সূর্য যত মকর রেখার দিকে
কমেছে বাইরের উত্তাপ
ভেতরের উচ্ছ্বাস যে কমে নি
হলফ করে বলতে পারি নে
বাইরে যত কুয়াশা ছড়িয়ে গেছে
ততটা গন্ধ পাওয়া গেছে অন্তরঙ্গেও
এখন ধীরে ধীরে আলো সরে যাচ্ছে
বামের দিকে
বাম মানে উত্তর দিশা বুঝি
রাত শেষে প্রথম সূর্যের দিকে তাকালে
কর্কটের দিকটাই তো বাম বলে মনে হয়
চারদিকে পিঠে পুলির গন্ধে
এখন ক্রমশঃ তাপ বাড়ছে