এই ঘরে আসবার না না করেও
হল অনেকদিন
মা সুন্দর করে অন্ন দিয়েছেন সাজিয়ে
বাটিভরা অক্সিজেন
থালায় মাখামাখি ধরণী
সমুদ্ররঙ্গা দিগন্ত
আর স্বপ্নের সীমানা ছাড়িয়ে যাওয়া
দু' চোখ জুড়নো বিস্ময়
ভবঘুরে সারাদিন শেষে মায়ের কোলে
পরিপাটি বিছানায় ফিরে
আবার সকালের রোদে
আসবার শক্তি শুষে লম্বা দৌড়
এরা আমার আপনজন
চলে গিয়েও ফিরে ফিরে আসবোই
বারংবার এই ঘরে
দিগন্ত ছড়ানো ভালোলাগা
আর পরমান্ন এই গর্ভের ভিতর