একটাই ঘর আমার -
এক কোনে তার
আমার ঠাকুরের আসন পাতা
আর কোনে একটা ছাগল পুষি
মধ্যিখানে চর
চরে খাবার টেবিল চেয়ার
লেখারও
সেখানে স্বপ্ন এলোমেলো ছড়িয়ে
ভাতের পাশে
মাঞ্জামারা ঘুড়ি আর জাহাজের পাল
আর জোড়া খাট জুড়ে ঘুমন্ত শিশুর গায়ের গন্ধ
এই সব দিন নিয়ে কখনো
শব্দ বুনতে ইচ্ছে  করে
তবু রোজ রোজ হাসতে পারি না -
চা বাগানের না খাওয়া মানুষের দীর্ঘ শ্বাস যেদিন
আমার মেরুদন্ড দিয়ে ঝর্ণাকলমের নিবে
অন্ধকার নিয়ে আসে-
ইচ্ছে করে ঘরটর তছনছ করে দিই
সশব্দে