মানুষকে এখন বড্ড ভয় পাই
কেন ভয় তা বু্ঝি না
কিন্তু মানুষের ছোঁয়া লাগলে
এক কুঁকড়ে যাওয়া শামুক হতে ইচ্ছে করে
ইচ্ছে করে কোকুন হয়ে লুকিয়ে পড়ি
বরং
বছরে এক-আধবার ডুয়ার্সে
বনে বাদাড়ে
আজন্ম জমিয়ে রাখা পচা নিঃশ্বাস ছেড়ে আসি
চিকরাশি জারুলের গায়ে কান পেতে
নৈঃশব্দের কথা শুনতে শুনতে
ভুলে যেতে পারি নিজের ফালতু পরিচয়