তোমার বুঝি গাঁজা লাগে ?
আফিং
চরস
ফুল ফুল দারু মগে ?
তারপর চাঁদ ঝোলা রাতে
টলে খুর
চোখে টলমল অন্ধকার
একেবারে বেহেড ফুল
নেশা চুরচুর ,
আমার দরকার হয় না তার
মানো বা না মানো
গাঁজা ভাং
আফিং
চরস
টলটলে ফুল হাং
শুধু সামনে আমার
কোন অষ্টাদশী সুন্দরীকে আনো
আর তার আকাশ ছাওয়া সুগন্ধী
একরাশ মেঘ মেঘ চুল ;
আর কিস্যু লাগে না আমার !