শৌচাগার
আমার সাধন ক্ষেত্র বলতে পারো
আর স্নানাগার
আমার পাঠশালা মনে হয়  
চার পাশের এই অন্ধকার
প্রতিদিন রেখে আসি
মলাধারের গোপন কুঠুরিতে
থু থু বমি আর একরাশ অন্ধকার
অক্টোপাস হওয়ার আগে
মায়া কাটিয়ে বেরিয়ে আসতে পারি
আর স্নানঘর আমাকে এনাটমি শেখায়
শেখায় চুম্বকের মেরু-আবিশ্ট স্থানগুলির
দুর্দশার কারণ
তারপর যখন বেরিয়ে আসি
আমি কোন সিদ্ধ সাধু নই
নতুন করে আবার পরজীবীগুলো
আস্তানা গড়ে নেয় অন্ধকারের ভেতর