সূর্য তখন যুবক হয়ে উঠছে পুব আকাশে
চতুর্দিকে ফড়িংয়েরা ডানায় সীমানা ছাড়াতে চায়
বসন্ত রঙ্গা গন্ধ মেখে নিয়েছে বাতাসে
একখানা হাতছানি একটি মিসকল দুর্দম অপেক্ষায়
সূর্য তখন ধীরে নদীতীরে জলেই মিশে যাচ্ছে
কালভার্টের নীচে এক প্রজাপতির অসার ধরতাই
ধানের খেতে বসে শালিক সময় গিলে খাচ্ছে
ইশারা তাকে ডাকে নি ডেকেছে হারানো পথটাই
কত কাল অপেক্ষায় ছিলাম সেই মিসকলের জন্যে
মায়াবী আকাশে চাঁদ তা দেখে হাসছে উদাসীন
পাতা ঝরিয়ে ফেলেছে সম্ভাবনার পর্ণমোচী অরণ্যে
এসো শালিক মিসকল দিয়ে এক আমরাই শুধি ঋণ