এখানে কোনই অশান্তি নেই
যা হয় সব প্রশান্তির শীতল ছোঁয়ায়
সবাই ঘুমিয়ে পড়লে রাতদুপুরে যেমন
বা কাছের মানুষকে চিতায় মিলিয়ে ঠান্ডা পায়ে ঘরে ফেরার মতন
বা নষ্ট ফসলের উপর শুয়ে চাষী যখন কীটনাশক শুষে নেয়
বা চা বাগানের জঙ্গলে ধুকে ধুকে জোয়ান ছেলেটা যখন কাঠবুড়ো
আর তার পাঁজরগুলো থেকে খরায় ফুটিফাটার কোন শব্দ হয় না
পরম শান্তি এ দেশে
অভাব নেই
চিত্কার নেই
কামড় নেই
নেই কোন হাহাকার
সমস্যা একটাই -
এত রকমের মাংস এখানে বনেবাদাড়ে
গোরু শুয়ার পাঠা ছাগল হাতি হরিণ -
পশুরাজ সিদ্ধান্তহীনতায় ভুগছে
আর এ নিয়েই শুধু চলছে ফালতু অশান্তি !