ঝা চকচকে কর্পোরেট অফিস বহু যুগ দুরে
কোটির বিদেশী তো অতীত
দেশী চার চাকা এদিকে আসে নি অনেক বছর
কেবল এক খোলা আদ্দি জিপ মিল থেকে
আগে মাল তুলে নিয়ে যেত -
সেও প্রাচীন কাহিনী
লাখ টাকার লেন্সের ক্যামেরাবাহিনী সারা বছর
আলোর বৃত্তের কাছাকাছি ঘোরা ফেরা করে
মঞ্চের পেছনে আলো আঁধারী গ্রীনরুমে উঁকি দেয়ার
সময়ই পায় না
ঐ যে ঝা চকচকে হাই রাইজ
চার লেনের দিশাহীন রাজপথ
গোপন ঘরে ঘরে দু নম্বরী লেনদেন -
এই পুঁজিতে আটকে আছে
এক একটা কুলিকামিনের পাঁজর
কান পেতে দেখো -
রেলের পাতে যেমন ট্রেনের ঝাঁকুনি শোনা যায়
কোটির হেলিপ্যাডেগুলিতেও শোনা যায় কিনা
অনাহারী পেটগুলোর শেষ হৃৎস্পন্দন