কবি, তোমার ঐ কানের ভাঁজে গোঁজা
বিড়ি তো নয় সেটি , সিগার হতে পারে
হতে পারে পেন্সিল কোন নৌকোর ধারে
হতে পারে কানখোঁচা দিয়ে কাব্য খোঁজা
কানের পাশে বল্লম গুঁজে কি করছে কবি
ঠিক কোন জায়গাটায় মারলে গুঁতো জোর
গ্রহন-লাগা আঁধার কেটে আসে নয়া ভোর
এ বোমার এত ক্ষ্যামতা উল্টে যাবে সবই
না বিড়ি না সিগার না পেন্সিল না কানখোঁচা
না শূল নয় বোমা, এ তো কলম বুদ্ধি-চাঁচা ।