সকাল থেকেই ছিল বিরাট আয়োজন
ধুপ-ধুনো পঞ্চপ্রদীপের ব্যবস্থা নিখুঁত
বাইরে থেকে প্রচুর ভেটির থালা
থরে থরে সাজানো নৈবেদ্যর ভান্ড
কলা আতপ বাতাসায় সন্দেশ আপেল শশায়
অদ্ভূত এক ম ম কান্ড
কাসরে ঢাকের চড়ামে মন্দির ঝালাপালা
দু'চারজন ভক্ত থাকলে এমন আসরে
লক্ষ ভক্তির আর কী প্রয়োজন
অবশেষে বিস্তর আরতির পর পুজো হল শেষ
যান্ত্রিক দিন হল অবসান
পুরোহিত গর্ভগৃহ থেকে এলেন বেরিয়ে
শালুতে সিদুঁরে ঘর্মাক্ত কাপালিক তান্ত্রিক
হাঁকলেন তন্ত্রধারীদেরঃ
ওরে হাতকাটা কানকাটা পা-কাটার দল
ছেড়ে দে পাঠাদের এবার ছড়ি মেরে
ওদের ঘাস খেতে বল
খুলে দে ষাঁড়গুলোর শিং জড়ানো দড়াদড়ি
আজ আর কাজ নেই
আগামী পুজোয় আবার নিমন্ত্রণ
সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ
পেটে দানা নেই পুজোয় আছি বেশ !