ধীর বাতাসে ক্লান্ত পাখিরা
যখন নীড়ে উড়ে যায়
নগ্ন শিশু এক মগ্ন ধমনীতে
ঢেউয়ে নাচে ঘুম পাড়ানি সুর
পেছনে অস্পষ্ট স্রোতে
সারি সারি ডিঙ্গির সারিগান
গভীর চোখে ভেতর সাঁতার কাটে স্বপ্ন
শিয়রে জাগে সুখী রাত
শিশিরকণা বেঁচে থাকে বলে মিহি ইচ্ছায়