ইন্দ্রসভায় নিকট সান্নিধ্যে আছে সভাসদগণ
উর্বশী আছে রম্ভাও আছে
উত্সব আছে আছে সোম
মর্তলোকের প্রজারা বিস্ময়ে করে নিরীক্ষণ
শিব সমাধিস্থ মহার্ঘ গঞ্জিকা সেবনের পর
নন্দী মত্ত কল্কে প্রসাদে
ভৃঙ্গীসহ তূরীয় আনন্দে
মর্তলোকের প্রজা অবোধে ছাগলের অনুচর
সনাতন এ নয় ইতিহাসে কাহিনীতে জানা
রাজশ্রী হারিয়ে যাবেই
বদলে যাবে কল্কিকাল
কখনো ভুল বলে নি শাস্ত্র ভুল বলেও না