নায়িকাটি সুযোগ পেলেই গুমরে কাঁদে
সিঁড়ি ধরে উপরে উঠতে না পারা ব্যথা
তাকে বুক ফাটা কষ্ট দেয়
নায়িকার বলবো না নাম
এক নায়ক অস্কার জেতার বাসনায় ছিল
সিঁড়ি ধরে উপরে উঠতে না পারা ব্যথা
তাকেও বুক ফাটা কষ্ট দেয়
না বলবো না তারও নাম
আরেক গল্পকার ভেবেছিল হয়তো
রসালো বই পৌঁছে দেবে গম্বুজের শিখর
সিঁড়ি ধরে উপরে উঠতে না পারা ব্যথা
তাকে বুক ফাটা কষ্ট দেয়
না বলবো না কারও নাম
কত কবি রাতশেষে কষ্ট নিয়ে উপোষ মারে
সিঁড়ি ধরে উপরে উঠতে না পারা ব্যথা
তাকেও বুক ফাটা কষ্ট দেয়
এমন কার নাম কই
কষ্ট পায় এরা সকলে
পায় কিছু চেয়েছিল তাই
আমার কিন্তু কোন কষ্ট নেই
কারণ আমি তো চাইই নি কিছু কোনদিন
কুলোবে না বলে