সারা রাত কামড়ে কামড়ে
ক্ষত বিক্ষত করেছি তাকে
গোপন স্থান থেকে হিঁচড়ে টেনে
ছিঁড়েছি লুকিয়ে থাকা কত
নরম আর সংবেদী অন্ত্র
সেগুলোরই অবশেষ এখনো
দাঁতের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে
সারা দিন যে স্বপ্নগুলোতে বিভোর
স্বার্থপর লোভ আড়ি পেতে আছে
সুগন্ধী অন্তর্বাসের ভেতর
সেগুলোই আঠা হয়ে আসে
সংসারের মায়ার মত পিচুটি
রোজ সকালের অভ্যাসে
সেগুলো ধুয়ে ফেলে
আরও এক বন্য আঁধারের জন্য
আবার তৈরী হয়ে উঠি