পা টিপে টিপে
এক একটা গাছের দশাশই আঁড়ালকে
বাঙ্কার করে যেমন এসেছিল ক্ষুদিরাম
চুপিচুপি তেমনি
ততটাই পা টিপে টিপে চলে গেছে বীর
তার বলিদানের স্মৃতিটুকুও
অবাক লাগে
সেকালে তারা দিয়েই গেল সব
আহাম্মকের মতন
নিতে শেখে নি এ কালের মতো
তখন নিশ্চয় হাত উপুড় করার দিন ছিল
এখন চতুর্দিকে হাত-পাতার ভিড়