যতদূর চোখ যায়
লম্বা মাঠ পেতে দিয়েছে মা আঁচলে
ঠিক মধ্যিখানে তার
এক আকাশ ছোঁয়া প্রাচীন বটবৃক্ষ
তার শিকড়-ঝুড়ি ছড়িয়ে দিয়েছে গভীরে
গভীর থেকে গভীরতম তলে
এক দিক থেকে অপরিসীম দিগন্ত পার
সংসারের মায়া ফেলে
কিছুতেই আমি শত চেষ্টাতে
পৌঁছতেই পারছি না
পিতামহসম বটবৃক্ষটির ছায়াতলে
একটু প্রশান্তির আশায়
* আজ ২২শে শ্রাবণ উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য