৫৮ প্যাকেট ঐ রক্তে
কোন এঁটুলি থাকার কথা নয়
ঘুণপোকা ধরা ফাঁপা জায়গাগুলো
নিজেই ঝরে গেছে বন্ধু
৫৮ প্যাকেট ঐ রক্তে
টকটকে লাল জবা গুলিয়ে নিয়েছি
মায়ের পায়ে সাজিয়ে দেবো
এক ফসল তোলা বিপ্লবের দিনে
তুমি পূজারী বন্ধু
৫৮ প্যাকেট ঐ উষ্ণ রক্তে
চুলকুনি বাড়বে কেন তোমার
৫৮ লক্ষ তো নয়
মোটে ৫৮ টি প্যাকেটে দান করেছি লক্ষ্য তারা
তাতে কী আর এমন আশঙ্কা তোমার