এ লড়াই তোমার সঙ্গে নয়
এ লড়াই আমার সঙ্গে আমার
উত্তরাধিকারের আমার মেরুদন্ডের সঙ্গে
আমার একান্ত ব্যক্তিগত লড়াই
হাত-পা বেঁধে জাপটে ধরে
শিরদাঁড়ার আশে পাশে ওৎ পাতা
অজস্র কসাইয়ের চকচকে ছোরার সঙ্গে
আমার এ লড়াই ১৮ দিন
বা ১৮ খন্ডের নয়-
এ লড়াই তোমার সঙ্গে নয়
এ লড়াই আমার সঙ্গে আমার