(আমার এক বন্ধুকে -)
গনগনে চোখ বলে দেয়
এখন গ্রীষ্মের দাবদাহ
চারপাশে প্রখর
তাতে কষ্ট পেলেও
ডরাই নে একদম
শীতে সেই চোখেই কম আলো
নিভু নিভু স্পৃহায় জড়িয়ে আসে ঘুম
বসন্ত এলে রাধাচূড়ার মাথার খোঁজে
বেরিয়ে আসি না বর্হিজগৎ
তোমার চোখের বদলে যাওয়া রং
বলে দেয় বসন্তই এসেছে গোপনে
শুধু বুঝতে পারি না
কখন ঐ টলটলে চোখে
ঢলঢলে বর্ষা এসে ভাসিয়ে নিয়ে যাবে
আমার নিজস্ব ঘরদুয়ার
তাই ভরা বর্ষাকে বড় ভয় আমার