যখন হাঁটছো
টালমাটাল সাঁকোয়
টলটল ঢেউয়ের উপর
বাঁশটাকে শিশুর মতো জড়িয়ে
মনে মনে টের পাও না কি
ট্রাপিজের শিহরণ
জোছনামাখা চুল্লু খেয়ে হেঁটে যাও ভূমি
টাল খাওয়া চর্বিতচর্বন
মনে মনে ভাবতে কি ইচ্ছে করে না
আলমগির তুমি আজ
যেভাবেই হাঁটো না কেন
শিরদাঁড়াটাকে টান টান রেখে
পা দুটিকে মেপে রাখো
আর হাততালি দিতে দিতে যেও
কেননা পথে থাকলেও থাকতে পারে সাপ
যখন হাঁটছো টালমাটাল
কিছু অসম্ভব নয় বাপ
তবেই তো তুমি মহারাজ !