রোজ রাতে লাজবতী পাশেই শ্রীমান
নির্বাক নির্মোহে শিশুর মত যখন ঘুমান
ঠিক তেমনি এক একলা রাতে নদী
লাজুক চাঁদ আর আমার শ্যামাপোকাদি
আবোলতাবোল তুলিতে ছবি আঁকি
নিজ্ঝুম পুকুরপাড় কুয়োতলা বাদবাকি
সাত রাজার ধন মানিকরতন জেগে রয়
মাধবীমালঞ্চে পর্ণমোচী হাওয়া বয়
প্রশ্ন জাগে একলা জাগা ভাঙ্গনের কূলে
কীট-মুখখানি লুকিয়ে রেখেছি ফুলে
দুগগাবাড়ীর মাকে দেখে মন জুড়ে প্রণাম
পেছনবাড়ি বারবণিতা দুগগা তারও নাম
রোজ রাতে লাজবতী পাশেই শ্রীমান
নির্বাক নির্মোহে শিশুর মত যখন ঘুমান