যেখানে দাঁড়িয়ে আছি অলস স্থবির
হয়ে থাকে যদি কোন সংরক্ষিত চর
তবে না আমার চতুর্দিকে হা-করা ঘর
চরে খাচ্ছে বেপরোয়া যক্ষা-ধরা ক্ষীর ।
কেউ ক্ষুধার্ত কেউ বদহজমেরই রোগী
এখানে কামড়ায় পানি ওখানে কামড়ায়
চাম উকুনে দংশায় বিয়োগান্ত চামড়ায়
যোগ ভুলেই এখন মেরে দি বিয়োগই ।
জানি না আমরা কোন দলেই যে আছি
গায়ে মাথায় কোন্দল পায়েই কাদামাটি
বদহজমী ঢেকুর তোলা ক্ষুধার্ত সব বাটি
সংবেদী চিমটি পেলে উকুনগুলো বাছি ।।