এখন আর পেঁয়াজ নিয়ে বসি না
বাকলা ছাড়াতে ছাড়াতে যত ক্রোশ
মেপেছি পেঁয়াজির ভেতর ভেতর দোষ
কটু বাসনা ছড়িয়েছে কাতারে কাতারে
তার চেয়ে মনে হয় পেঁয়াজ তার
নিজস্ব ছালবাকলায় যদি অন্তর্মুখ
দীর্ঘ এক পেঁয়াজ হয়েই থাকুক
বরং নিজেকে ছলাকলাহীন করে দিই
এখন আর কোন পেঁয়াজকে দূর থেকে
আলাদা দেখার কথা ভাবিই না