এই পথে হাসিখুশি গাছগুলোকে
এখন আর দেখি না
বট সাহস জুগিয়ে
সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়াতো যারা
একদা
এতটা খোলামেলা ছিল না তখন পথটিও
পথ তখন ঝলমলে নদী ছিল এক
পথের উপর ছিল না কোন পাথরকুচি
জুতোর ভেতর সেঁধিয়ে যাবার আতঙ্কে
ছিল না দম বন্ধ শৃগালের ডাক
এই পথে এখন পূঁজ গন্ধের ঝাঁঝ
আর হুইস্কির তরলে মিলে মিশে
যত্রতত্র কিলবিল করে কিছু পচা অঙ্গাণু
এই পথে কোন সংবেদী আঁড়াল দেখি না
আসতে ইচ্ছে করে না তাই
পাশ কেটে যাবার বেলায় মাঝে মধ্যে
ইচ্ছে করে একমুখ থুথুতে
স্মৃতির ঘাটাকে মেরে দিয়ে যাই
বছরে এক আধবার
মধ্যবিত্ত জোয়ারে বছর গড়িয়ে যায়
তবু এতটা নামতে পারি কই