একটা লিমুজিন বা একখানা বিএমডব্লিউ
নিদেনপক্ষে ইন্ডিজেনাস একটা হলে
সেরা পার্ফরমেন্সের পুরস্কার পেতেও
কোন বাধা নেই । যদি তা নাও হয়
গৌরী সেনকে প্রোটেকশন দিলে মিলে
যেতে বাধা কি আস্ত একখানা মহাকাশযান ।
যদি সেরকম নাও হয় , তোমার হাতে
তেলতেলে লাঠি আছে রঘু ডাকাতের
বাহিনীর হাতে তুলে দাও সিঁদুর মেখে
ওরাই পঞ্চবটি থেকে তুলে নেবে সীতাহার ।
একটা লিমুজিন বা একখানা বিএমডব্লিউ
নিদেনপক্ষে ইন্ডিজেনাস একটা হলেও
আটকে থাকবে না স্বপ্নের ফর্মূলা ওয়ান ।
পাওয়া এত এত তেলের থেকে কিছু ভরে নিয়ে
গাও এই পথ যদি না শেষ হয় । যন্ত্র বিগড়ালেও
এ গাড়ি থেমে থাকার জন্যে তৈরী হয় নি ।
বক্ষ বিভাজিকা পেরিয়ে সে চলতেই থাকবে
যতক্ষণ পাহাড় ভেঙ্গে ধ্বস না নেমে আসে ,
না দুমড়ে মুচড়ে যায় তোমার স্বপ্নের যান
তোমার স্বপ্নেরই সাথে । তাই পারলে সময় থাকতে
চালাতে না শিখলেও থামানোর কৌশল রপ্ত করাটা
খুব বেশি জরুরী তোমার নিজেরই জন্যে ।