ফুল আর সুন্দরী
আমার কাছে সমার্থ বহন করে
তাই ফুলে হাত দিলে
আমার অশ্লীল বোধ হয়
অথবা স্বাস্থ্যবান ভোমরা
শিহরণ তুলে
মকরন্দে মুখ লাগালে
ফোর প্লে অনুভূতি
হারিয়ে দেয় অন্তর বাহির
শৈবাল থেকে পাপড়ি খসে গেলে
অবসাদ বোধ করি
এ দোষ আমার নয়
আমার চরিত্রের
কেননা খুবই বাল্যে
কলমের কালিতে নষ্ট চরিত্রের গুণে
ফুল দেখে রোমাঞ্চ হয় আমার
সুন্দরী দেখলে হয় আনন্দ -