যুদ্ধে চলি -
কলম তাক করে কেল্লায় দ্রাম্ দ্রাম্
নিবটা যে কখন পেল্লায় বুলেট হল
হারাধন জোয়াল কামড়ে
আলের সাঁকোয় রাখে শরীর
ফালটা যে কখন চোখা বুলেট হল
বাল্মিকী নামের কবি কবি কবন্ধ
পান্ডুর লিপির আগল করে বন্ধ
সাপের মণি কাচা গোবরচাপা রেখে
কোন্ অন্ধকারের তালাশ
যুদ্ধে চলি -
আমরণ মৃত্যুহীন
জীবনের লোভে মরণের ঘরে বাস
যাবার আগে একখানি দাগ রেখে
নিবখানা দিয়ে চড়া চাষ করে যাস -
* ৫/৫/১৯৮৮