বার বার জ্বালাই বার বার নিভে যায় ক্যানে
সকাল থেকে এখানে
একখানা জলে ড্যাবড্যাবে দেশলাই নিয়ে
আরতি দেব ধূপধুনো দেব বাতি দেব
কাল সারারাত একটানা বৃষ্টির শেষে
রসখাওয়া বারুদ আর কথা বলে না
এই হতচ্ছাড়া বারুদ
কেন এত রস খেলে
বোঝ নি অসময়ে রসদ ফুরোলে
বোঝ নি তোমার দফারফা
সময় শেষ
আচ্ছা বেশ
তুমি তোমার রসে আকন্ঠ থাকো
কুমির-টানা গাভিন মেয়ের পেট হয়ে ওঠো
অযথা আমার বাতিটি জ্বালাতে এসে
বার বার জ্বালাই বার বার নিভে গেলে
আমি ক্যামনে জ্বলে উঠি
সারারাত অবিরাম বৃষ্টির শেষে
আরতি ধুনো ধূপ দেব বাতি দেব ক্যামনে
বার বার জ্বালাই বারবার ক্যানে নিভে যায়
আয় আগুন আয়
আয় তাপ নিয়ে আয় ভাপ নিয়ে আয়
আয় আমার নিরুপায় ঘরে আয়