সাতচল্লিশের
তুমুল ঝড়ের দাপটে
মটকে গেছে একটি বড় মায়াবী শাখা
কত পাতা তছনছ
নষ্ট হল মোলায়েম ফুল
ধূলোয় মাটিতে গড়াগড়ি
কত সম্ভাবনার ফল
না জানি বাস্তুহারা কত পাখির পাখা ,
এখনো সেখানকার দগদগে ঘায়ে
টনটন করে ওঠে জাইলেম ফ্লোয়েম
সাতচল্লিশের
মারাত্মক তুফানী অঘটন
ছিঁড়েছে দু'খানা তাজা হাত
কত রক্ত চুষেছে গঙ্গা-পদ্মার ঘড়িয়াল
কত সম্ভাবনা-স্বপ্নের মোলায়েম গান
নষ্ট কত না সোনাঝরা আগামী কাল
এখনো সেখানকার দগদগে ঘায়ে
টনটন করে বটে জাইলেম ফ্লোয়েম !
*** Slow but steady , towards 200
With colour for life:
Black , white , green or red.