এভাবে লড়তে হবে জানলে
মনের বাইরে বেরোতাম না
দুঃস্বপ্নেও জোছনায় আর ,
লুকিয়ে রাখি কত সত্যকে ছায়ায়
শব্দের জাল বোনা ভাবনায়
মাঝে মাঝে নিজেই কখনো
ফুলেল হাসির আঁড়ালে খুঁজে পাই
হাজারো লম্পট চুম্বন
পাতা কান্ড ছাড়িয়ে চোরা চোখে
উদোম শিকড়ের টান
এভাবে যতই প্রেম আসুক
চুরিতেই যে আমার নিজস্ব মরণ !
এভাবে মরতে হবে জানলে
বনের বাইরে বেরোতাম না আর
এতটাই অসভ্য তুমি কবিতা
কেউ তোমরা তা বোঝ না
এক এই অসভ্য কবিই বোঝে তা -