নর্দমার পচা জলে ভেসে উঠতে দেখেছি
আমার অন্তরঙ্গ নীল মুখ
সেদিন ম্যানহোলেই তোমার ভুত-ভবিষ্যত
ক্ষয়াটে বুক টেনে দেখেছি
অসাড় হৃদ্পিন্ডে ফাসা ফুসফুস
পায়ের তলার মাটিতে পাড় ভাঙ্গার কলরব
নিরিবিলি নৌকোখানি তলফুটো নদীর মাঝামাঝি
রঙ্গিনীরা সব যেখানে কলসীকাঁখে তোলে ঢেউ
শাপলাবীচি মুখে ফেলে যেন ভেসে গেছে মরা কেউ
বিরাট বড়শি-গেলা কোনো মাছ
সরু সরু সাপ হয়েছে সুখশয্যার সরু সরু কাজ
সেই কবে কোনকালে পাগল হয়েছে প্রাণ
বাঁশবাগানের মাথার উপর দেখা দুঃস্বপ্নের আগুনে
তাই সব ছেড়েছুঁড়ে সন্ন্যাসী আজ
নিঃশব্দে যেতে পারি একডাকের শ্মশান !
* ০৯/০১/১৯৮৪