একরাশ গলিত মৃতদেহে
শকুনেরা দেয় সন্ধ্যে এই শতাব্দীর ধাপায়
আরো একবার কুরুক্ষেত্রে
গুছিয়ে নেয় শকুনিরা যা পায় -
তোমার প্রাণ আমার মন
এবং আরও অনেকের ;

নদীতে নতুন এসেছে হাঙ্গর
সারা জীবন তাড়িয়ে নিয়ে
কখন ঘুমিয়ে পড়েছি ব্যথায়
চাপ চাপ হাহাকার নিয়ে কলিঙ্গযুদ্ধের পর -
        
* ০৩/০২/১৯৮৭