সবুজঘেরা হাসি
আর হাসি ঘরওয়ালী
গলন্ত হাসি-জোছনা ঘি
মত্স্যকন্যার জ্বলন্ত রূপোলী হাসি
রূপসা খোপার উথাল হাসি
চিতল পেটে মাতাল লুকোচুরি
আমার শাহী থালি
হাসি হাসি আর হাসির বানভাসি
বুকভরা আনন্দ
গোলা ভরে শালি ধান
হাজার জোড়া পাখপাখালি
সেরে ওঠে স্নান -
তোমার এই সেরা দান -