ছাল ছাড়ানো মোরগ এক শিশু
হলদে হাতে জড়িয়ে ধরে মায়ের গলা
মধ্যাহ্নসূর্য চোখে পিঙ্গল ক্ষুধায়
এক আজলা জীবন জ্বালা
ইঁদুরদাঁতে মায়ের নীরস স্তন
সমুদ্রমন্থন সফেন বুকের উপর
রামরতন বাসু বা কংকতিকা দে
এক বা একাধিক বিশ শতকে
কফিন জড়িয়ে মড়াকান্না কাঁদে
অজন্তার শিশু লতিয়ে ধরে মাকে ।
* ২৮/০৩/১৯৮৩