তোর কমলা ঠোঁট যদি
কোমল করে ছুঁইয়ে দিতে পারিস
আমার হাতের চোখ-জ্বলা ছোড়ার উপর
যায় যাক ফল্গু নদী ছুটে আঁতের ভিতর
তাতে আমার কি যায় বা আসে
তোর গরম নিঃশ্বাসে যদি
ভিজিয়ে দিতে পারিস বিষের বড়িগুলি
নামাতে পারি অতল গহ্বরে পরম বিশ্বাসে
যায় যাক ফল্গু নদী ছুটে প্রাণের ভিতর
তাতে আমার কি যায় বা আসে
ঘি ছেটাতে পারিস যদি
চিতা-সাজানো কাঠে তোর গায়ের রং
এক মোচড়ে তুলে আমার কলজেখানি
ছুঁড়ে দিতে পারি জ্বলন্ত আগুনের ভেতর
তাতে আমার কি যায় বা আসে
বরং যা হবার নয় জানি তাই হবে তোর
* ০৯/০৭/১৯৮৪