তুমি কি ঘামে ভেজা বীভত্স রাত্রি দেখেছো
দেখেছো কি ছিন্নভিন্ন বইয়ের এলোমেলো স্তূপ
চিনা পাঁচিলে পা ফেলে দেখেছো গভীর খাদ
তাজমহলে দেখেছো ঘোর আঁধারের রূপ
লাল ভূমিতে চোখে পড়েছে পাথর পাথর কফিন
ছোঁয়াচে বসন্ত দেখেছো কিউবার রাস্তায়
এভাবেই তুমুল সময় শান্তি নামে মেয়ে খোঁজে
বস্তাপচা ইতিহাস এভাবেই নষ্ট হয় সস্তায়
* ০৫/০৭/১৯৮০