অতীত :
আসলে এখন অস্তিত্বহীন
নির্বিশেষে তাই রঙ্গিন যা আসে নি
যা কিছু পাই না
কেননা ছেঁড়া জাল সেরা মাছটিই ফসকায়
বর্তমান :
আসলে বড় ভয়ঙ্কর
তাই সব কুকুরছানা
শেয়ালের আস্তানা এড়িয়ে চলে
কেননা কোন বর্ণালী নিরবিচ্ছিন্ন নয়
ভবিষ্যত :
দুপুর রোদের মত প্রখর
আধোচোখে সাঁকো পারাপারের সাহস করে
সব দূরগুলো নিকট হয় স্বেচ্ছায়
শেয়ালের গর্তগুলি ঐ সময়ে ভ্রূণ দশায়
তাড়িয়ে বেড়াবে নাকি বাদ বাকি কাল
* ২৯/০৩/১৯৮৬