সরস্বতীশরীর বিবশা এক নারী
জেগে ওঠে একান্ত ভাবনায়
লোমশ আলোয়ান লুটোয় মাটিতে
বক্ষ বিভাজিকা ছাড়িয়ে অন্তঃস্থল
- কোন গ্রিক শিল্পীর নিঁখুত সুন্দরী
গড়পারের বাঁধানো ঘাটে নেতিয়ে পড়ি
ঝলমল করে শ্যাঁওলা জলে
জ্বলে ওঠে একে একে বাতি
সূর্যডোবা বাতাস ভিজে উঠে সিঁড়িতে
দু'ফোটা সোনাপোকা
টুকরো মাংস খুবলে গেছে হারামখোর
সাজানো বুকের থেকে
তার রক্ত জমাটবদ্ধ উৎস হতে সাগর
কোমল নাভিবিন্দু ছুঁয়ে
বাঁধানো সিঁড়ি দু'ফোটা অশ্রুর বেদনায়
ক্রমশঃ ক্রন্দসী
* ১৮/০৭/১৯৮৩