যে দেবতা
নিত্যপূজার ঘর আলো করে আছেন
তা যে
মাইল-শেষের পলেস্তারা-খসা পাথরটি
যে মজলিশে
দাঁড়িয়ে থাকা যায় কিছুক্ষণ
তা বলে
পাশে থাকার আব্দার চলে না  

মহুয়ারে
ভালবাসলে প্রাপ্তি এভাবেই কমে হয়তো

মাটিতে তিলক কেটে লতা আঁকি তাই

* ২২/০৬/১৯৮৪