অবন্তি কি বিদিশার ইতিহাস
হাজার বছর পর ফিরে এসে
ইডেন বাগানের ঝোপের ভেতর
এক আদম্ এক ইভ্
জ্ঞানবৃক্ষের ফলের লোভে
নগ্ন হওয়ার অপেক্ষা অধীর
কেবল তো নগ্ন হওয়া নয়
হাজার বছরের আঁধার পেছনে রেখে
জ্ঞানবৃক্ষের আলোয় আরও একবার
এখন কেবল মানু্ষের প্রত্যাশায়
এ জীবনকে কখনো কারখানার
উপজাত মনে হয় না আমার -
* ২৬/০৫/১৯৮৭