এটিও একটি উড়ন্ত সেতু
সমতল যার শুরু
সমতল যার শেষ
একমুখী দেশ
কিংবা যেহেতু
সবুজ পাতা থেকে ক্রমশঃ পর্ণমোচী কাল
বেগতিক তুমিও নিচে হালচাল
খানিক আগে কি কিছুটা পিছে ভয়াল
বিষাক্ত বিছে
চড়াই-উত্ড়াই ভেঙ্গে দেখা আবার হবে
আধাপোড়া অনিচ্ছার নাড়ি যখন গেথে রবে
মজা নদীর ভয়ঙ্কর খাতের জলের ভিতর -
* ৩০/০৫/১৯৮৪